হাওড়ায় স্টোনম্যান কায়দায় খুন, উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2016 03:24 AM (IST)
হাওড়া: হাওড়ায় স্টোনম্যানের কায়দায় খুন। মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্ক থেকে উদ্ধার হয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে ওই যুবকের। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা পাথর। বুকের ওপর রাখা ছিল ইট। মুখ ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় এখনও পরিচয় জানা সম্ভব হয়নি। আজ সকালে প্রাতর্ভ্রমণকারীরা দেহটি পার্কের মধ্যে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় ব্যাঁটরা থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে নয়ের দশকে কলকাতার বড়বাজার এলাকায় স্টোনম্যানের হাতে খুন হন বেশ কয়েকজন ফুটপাথবাসী। হাওড়ার ঘটনা ফের উসকে দিল সেই স্মৃতি।