মুর্শিদাবাদে বাস দুর্ঘটনায় উদ্ধার আরও একটি দেহ, মৃতের সংখ্যা বেড়ে ৪৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Feb 2018 08:30 AM (IST)
মুর্শিদাবাদ: বাস খালে পড়ে যাওয়ার ৭২ ঘণ্টা পর মুর্শিদাবাদের দৌলতাবাদে ভেসে উঠল আরও একটি দেহ। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪। মৃতের নাম হাজি আবদুল মালেক। মৃতের ভাই ও ছেলে গত দু’দিন ধরে তাঁর দেহ পাওয়ার অপেক্ষায় ছিলেন। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে প্রকাশ, চালক বাসের স্টিয়ারিং ধরে মোবাইলে কথা বলতে থাকায় অন্যমনস্ক হয়ে পড়েন। তার জেরে ঘটে এই দুর্ঘটনা। তাই বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে চালকের লাইসেন্স বাতিল করা নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য। ৩১ মার্চের মধ্যে বিপজ্জনক সেতুতে ক্র্যাশ ব্যারিয়ার লাগানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।