বেলডাঙা: বিসর্জনের সময় দুর্ঘটনা, মুর্শিদাবাদে জোড়া নৌকাডুবি। জলে ডুবে ৫জনের মৃত্যু। বেলডাঙার বিলে পাশাপাশি ২টি নৌকা থেকে বিসর্জনের সময় দুর্ঘটনা। প্রতিমার কাঠামোর তলায় চাপা পড়ে মৃত্যু।

বিষাদ-বিসর্জনে শোকের আবহ। প্রতিমা নিরঞ্জনের সময় জোড়া নৌকাডুবি। মুর্শিদাবাদের বেলডাঙায় ৫ জনের মৃত্যু। দশমীর বিকেলে বেলডাঙার ডুমনিদহ বিলে হাজরা বাড়ির প্রতিমা নিরঞ্জন দেওয়ার প্রস্তুতি শুরু হয়। বিলের মাঝামাঝি, জোড়া নৌকা থেকে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলে। সেই সময় আচমকা দুর্ঘটনা। ডুবে যায় দুটি নৌকাটি। স্থানীয় সূত্রে দাবি, দুটি নৌকায় প্রায় ৩০-৩৫জন যাত্রী ছিলেন। নৌকায় থাকা বেশিরভাগ লোকজন সাঁতরে পাড়ে আসতে পারলেও, খোঁজ মিলছিল না পাঁচজনের। রাতে একে একে বিলের জল থেকেই উদ্ধার হয় পাঁচজনের নিথর দেহ।

হাজরা বাড়ির পুজো প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো। এই প্রতিমা নিরঞ্জনের পরই, বেলডাঙার অন্যান্য মণ্ডপের প্রতিমা নিরঞ্জন হয়। সেই নিরঞ্জন পর্বে এই পরিণতিতে এলাকাজুড়ে বিষাদের সুর। পুলিশের প্রাথমিক অনুমান, বিসর্জনের সময় নৌকা উল্টে, কাঠামোর নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।