রাজীব চৌধুরী,  মুর্শিদাবাদ:  মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূলকর্মীর বাড়ি থেকে উদ্ধার হল ১২টি তাজা বোমা। গ্রেফতার করা হয়েছে তৃণমূলকর্মীকে। চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, দাবি ধৃতের। এ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।


খড়ের গাদায় কোথাও মাটির হাঁড়ি,কোথাও প্লাস্টিকের প্যাকেট,তারই মধ্যে রাখা তাজা বোমা!ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদের কান্দিতে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে আন্দুলিয়া পঞ্চায়েতের গোবিন্দপুরে সুকুর শেখ নামে এক তৃণমূলকর্মীর বাড়িতে হানা দেয় কান্দি থানার পুলিশ।উদ্ধার হয় ১২টি বোমা। গ্রেফতার করা হয় সুকুর শেখকে।ধৃতের দাবি, তাঁকে ফাসানো হয়েছে। ধৃতের মায়েরও দাবি, আমার ছেলে এ সবের কিছুই জানে না। আরব থেকে ভোটের আগে ফিরেছিল। তৃণমূলের হয়ে কাজ করছিল।


এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। তৃণমূলের কান্দি ব্লক সভাপতি পার্থপ্রতিম সরকারের দাবি,  উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুকুর শেখের গোয়ালে বোমা রাখা হয়েছিল। একুশের বিধানসভা ভোটে তৃণমূল ভালো ভোট পয়েছিল। চক্রান্ত করে অসমাজিক কার্যকলাপে যুক্তরা বোমা রেখে ফাঁসাচ্ছে।


কান্দির বিজেপি নেতা গৌতম রায় বলেছেন, রাজ্যজুড়েই এই ঘটনা ঘটছে। ভোটের সময়ই ওরা বোমা মজুত করেছিল। পুলিশ নিরপেক্ষ তদন্ত করতে পারলেই সত্যি সামনে আসবে। অশান্তি করার জন্যই এসব রাখা হয়েছে।


বৃহস্পতিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে, ৩ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।


এদিকে, মালদার চাঁচলে ১০০ দিনের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েতের কংগ্রেস সদস্যার বিরুদ্ধে। বিডিও-র দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। আর্থিক তছরুপের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগে চাঁচলের ধঞ্জনা গ্রামে ১০০ দিনের প্রকল্পে সেচ খাল সংস্কারের কাজ শুরু হয়। গ্রামবাসীদের অভিযোগ,প্রকল্পের জন্য ১২ লক্ষ টাকার একাংশ আত্মসাৎ করেছেন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা । পঞ্চায়েত সদস্যার ঘনিষ্ঠজন এমনকী মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার দাবি, সব মিথ্যে অভিযোগ...তৃণমূল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 


কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ নিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। তারা বলেছেন, গ্রামবাসীরা অভিযোগ করেছে।প্রশাসন ব্যবস্থা নেবে। যদিও জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি,পঞ্চায়েতের কংগ্রেস সদস্যাকে তৃণমূলে টানার জন্য মিথ্যে অভিযোগ তুলে ভয় দেখানো হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও।