মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল সিআইডি। নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের। ষড়যন্ত্রের তত্ত্বে অনড় চন্দ্রিমা ভট্টাচার্য।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবারের অগ্নিকাণ্ড কি নিছকই দুর্ঘটনা? অগ্নি সুরক্ষা বিধি না মানার মাসুল? নাকি গোটা ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? উত্তরের খোঁজে রবিবার হাসপাতাল পরিদর্শন করল সিআইডির তদন্তকারী দল। নেতৃত্ব দেন ডিআইজি সিআইডি। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা।
আগ্নিকাণ্ডের নেপথ্য কারণ নিয়ে সিআইডি কর্তারা এখনই স্পষ্ট করে কিছু বলতে না চাইলেও, ষড়যন্ত্রের তত্ত্বে অবশ্য অনড় রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য! রাজ্য মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্সনের দাবি, প্রাইমা ফেসি দেখে মনে হচ্ছে কনস্পিরেসি।
সিআইডি তদন্ত শুরুর আগে শনিবার রাতে হাসপাতাল পৌঁছেও একই ধরনের মন্তব্য করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। যে জায়গা থেকে আগুন ছড়িয়েছিল, সেই ভিআইপি কেবিন-সহ ঘুরে দেখেন পুলিশ সুপার এবং ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ। তবে সিআইডি তদন্ত শুরু করায় অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুলতে চাননি পুলিশ কর্তারা।
শনিবারের অগ্নিকাণ্ডে অসুস্থদের মধ্যে ১১ জন এখনও হাসপাতালে ভর্তি। এদের মধ্যে ৩ জন শিশু।
মুর্শিদাবাদ: হাসপাতাল অগ্নিকাণ্ডে তদন্ত শুরু সিআইডি-র, আটক ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Aug 2016 02:26 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -