মুর্শিদাবাদ: অগ্নিকাণ্ডের পরদিন আরেক অব্যবস্থার ছবি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যুর দীর্ঘক্ষণ পরেও অন্য রোগীদের পাশেই দেহ ফেলে রাখার অভিযোগ। সপ্তম শ্রেণীর এক ছাত্রের পরিবারের অভিযোগ গতকাল জলে ডুবে তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে পরিবারকে বলা হয় দেহ মর্গে রাখা হবে। কিন্তু ছাত্রের বাবার দাবি, আজ সকালে এসে তিনি দেখেন কিশোরকে ওই বেডেই ফেলে রাখা হয়েছে। তার গোটা শরীরে পিঁপড়ে ধরে গেছে। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।