রাজীব চৌধুরী, কান্দি:  মুর্শিদাবাদের কান্দিতে বিজেপি নেতাকে মধুচক্রে ফাঁসানোর চেষ্টার অভিযোগ। প্রথমে হোয়াটস্অ্যাপে উত্যক্ত করার অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। 


তারপর, সেই মেসেজ ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে সিবিআইয়ের নাম করে টাকা চাওয়া হয় বলে দাবি। কান্দি থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা।


মুর্শিদাবাদের কান্দি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায়। বিধানসভা ভোটে কান্দি থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু পরাজিত হন। 


এখন সেই তাঁকে হানি ট্র্যাপে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।  বিজেপি নেতার দাবি, সোমবার প্রথমে হোয়াটস অ্যাপ ভিডিও কল আসে তাঁর মোবাইল ফোনে। 


প্রোফাইলে এক তরুণীর মুখ। বিজেপি নেতা ফোন ধরেননি বলে দাবি।  পরেরটা আসে, মঙ্গলবার সকালে।  একই প্রোফাইল থাকে। 


তখনও উত্তর না দেওয়ায়, হোয়াটস অ্যাপে কুপ্রস্তাব দিয়ে মেসেজ পাঠানো হয় বলে অভিযোগ। বিজেপি নেতার দাবি, মেসেজেই প্রতিবাদ করেন তিনি। 


এরপর, রাতে অন্য একটি মোবাইল নম্বর থেকে বিজেপি নেতার কাছে ফোন আসে। রিসিভ করতেই, ফোনের অপরপ্রান্তের ব্যক্তি নিজেকে দিল্লির সিবিআই অফিসার বিনোদ রাঠৌর বলে পরিচয় দেন। 


বিনোদ বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে দিতে। নাহলে, হোয়াটস অ্যাপের চ্যাট ভাইরাল করে দেওয়া হবে। 


রাতেই কান্দি থানায় অভিযোগ জানান বিজেপি নেতা। তিনি বলেন, এই ধরনের ভুয়ো জালিয়াতি চক্রের জাল কতদূর বিস্তৃত, তদন্ত করুক পুলিশ। কারা এই কাজ করছে- কী উদ্দ্যেশ্য তাঁর তদন্ত হোক। কান্দি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ। 


এদিকে, বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গিতে পথ অবরোধ হয়। দাবি, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে পাকা বাড়ির মালিকদের বাংলা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়া হয়েছে। তালিকায় ১৬২ জনের নাম থাকলেও পরে ৯৫ জনের নাম বাদ দেওয়া হয়। এক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন উপভোক্তাদের একাংশ। 


প্রতিবাদে গতকাল বাঁশ দিয়ে আটকে ঘণ্টাদুয়েক ধরে রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।