মুর্শিদাবাদ, রাজীব চৌধুরী: ফের মুর্শিদাবাদে বিজেপিতে ভাঙন। গত বিধানসভায় রানীনগরের বিজেপি প্রার্থী মাসুয়ারা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রানীনগরের আইএস এফ প্রার্থী সেলিম রেজাও শাসক শিবিরে যোগ দিয়েয়েছেন। বিজেপি প্রার্থী মাসুয়ারা খাতুন বলেছেন,  বিজেপির সাম্প্রদায়িক নীতির জন্যই তিনি  বিজেপির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে দল ছেড়েছেন। এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি তৃণমূলে যোগ দিলেন বলে দাবি করেছেন মাসুয়ারা খাতুন। যদিও বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল চাপ দিয়ে দলে যোগদান করিয়েছে মাসুয়ারা খাতুনকে।
রাজ্য ভোটের আগে তৃণমূলের একাধিক নেতা ও কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটের পর উল্টো স্রোত। বিভিন্ন জায়গা থেকেই বিজেপি সহ অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদানের ধারা অব্যাহত রয়েছে।  সোনালি গুহ, সরলা মুর্মু. দীপেন্দু বিশ্বাস সহ অনেক নেতাই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আর্জি জানিয়েছেন।


এরসঙ্গে রাজ্যজুড়েই বিভিন্ন এলাকায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিরও অনেক সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে ওই সব পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ক্ষমতার সমীকরণ বদলে গিয়েছে কিংবা বদলানোর মুখে। এই পরিস্থিতিতেই মুর্শিদাবাদে দুই বিরোধী দলের দুই প্রার্থী তৃণমূলে যোগ দিলেন।


এর আগে  মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেসে ভাঙন ধরেছিল। তৃণমূলে যোগ দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। তৃণমূল যোগ দিয়ে তিনি দাবি করেছিলেন, সময়ের ডাকেই দলবদল করলেন। যদিও তা নিয়ে  দলত্যাগী নেতাকে কটাক্ষও করেছিল কংগ্রেস।


হরিহরপাড়া কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গড় হিসেবেই পরিচিত। সেখানেই কংগ্রেসে ফের ভাঙন ধরেছিল।দল ছেড়েছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার প্রাক্তন ব্লক সভাপতি মীর আলমগির পলাশ।অনুগামীদের নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। 


এবার বিধানসভা ভোটে হরিহরপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন মীর আলমগির।সূত্রের খবর, ফলপ্রকাশের পর ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রশংসা করেন তিনি।এর কিছুদিন পরই হরিহরপাড়ার ব্লক সভাপতির পদ থেকে আলমগিরকে অপসারিত করে জেলা কংগ্রেস নেতৃত্ব।আর এবার দলবল নিয়ে শাসক দলে নাম লিখিয়েছিলেন মীর আলমগির পলাশ। 


তৃণমূল কংগ্রেস তখন দাবি করেছিল, জেলা কংগ্রেসের অনেকেই তাদের দলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। 


উল্লেখ্য, এবারের ভোটে গড় বলে পরিচিত মুর্শিদাবাদও খালি হাতে ফিরিয়েছে কংগ্রেসকে। একটি আসনও পায়নি কংগ্রেস বা তার জোট সঙ্গীরা। অন্যদিকে,মুর্শিদাবাদে এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পায় তৃণমূল কংগ্রেস। পার্শ্ববর্তী জেলা মালদার মতো মুর্শিদাবাদেও এবারের বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। কংগ্রেস-বামেদের জোটে ছিল আইএসএফও। এবার রানিনগরের আইএসএফ প্রার্থীও তৃণমূলে যোগ দিলেন।