রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: একই পরিবারের স্বামী ও এক শিশুর দুই জনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার রানিনগর অঞ্চলে। পরিবারের তরফে অনুমান করা হচ্ছে রঘুনাথগঞ্জ থানার রানিনগর অঞ্চলে একই পরিবারের স্বামী, ও এক শিশুর দুই জনের মৃত্যুর পেছনে মূল কারণ প্রেমের সম্পর্ক। মৃতের নাম আসাদুল শেখ। তাঁর বয়স ২২ বছর। তাঁর ছেলের নাম আসমাউল শেখ।
পরিবার সূত্রের খবর, ছেলেটির অন্য একটি মেয়ের সঙ্গে প্রেম প্রেমের সম্পর্কের জেরেই এই ঘটনা। মাস তিনেক থেকে স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তাঁর স্ত্রী। এরপরই পরিবারের মধ্যে অশান্তি চলতে থাকে। পরিবারের তরফে অনুমান করা হয়েছে, স্বামীর প্রেমের সম্পর্কের কথা জানাজানি হতেই স্ত্রী তাঁকে মেরে ফেলেন। অনুমান করা হচ্ছে রবিবার মাঝরাত্রে স্বামীকে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে মারেন তাঁর স্ত্রী। এরপর শিশুটিকে শ্বাসরোধ করে খুন করেন তাঁর মা। এরপর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে বুলি বিবি অনেক দিন থেকেই এই কাণ্ডের ছক কষছিলেন। নিজের আত্মহত্যার সঙ্গে সঙ্গে স্বামী ও ছেলেকে মেরে ফেলার ছকও কষছিলেন তিনি অনেকদিন ধরেই, এমনই মনে করছে পরিবার। কিন্তু হঠাৎ যে এমন একটা স্টেপ নিয়ে নেবে সে, তার আন্দাজ কোনওভাবেই টের পায়নি পরিবারের কেউই।
জানা গিয়েছে, রবিবার রাত্রিবেলায় তিন খাওয়া দাওয়ার পর ঘুমোতে গিয়েছিলেন সবাই। ভোর তিনটে নাগাদ পরিবারের লোকজন ডাকাডাকি করেন আসাদুল ও তাঁর স্ত্রীকে। কিন্তু সেই সময় কোনও ডাক পাননি পরিবারের লোকেরা। এরপরই তারা জানালা দিয়ে দেখতে পান যে ৩ জনই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তখন পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদেরকে উদ্ধার করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার আসাদুল শেখ, আসমাউল শেখকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে বুলি বিবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।