শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : গত সোমবারই ত্রিপুরা সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মন্দিরের পথেই  বারবার গো ব্যাক স্লোগান ও কালো পতাকার সম্মুখীন হন অভিষেক। লাঠির ঘাও পড়ে তাঁর গাড়িতে। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি । এরপরই উত্তপ্ত হয়ে ওঠে আগরতলা! আর সেই আবহেই বিতর্কিত ফেসবুক পোস্ট করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা উদয়ন গুহ!
তিনি পোস্টে লেখেন, 'ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতা কর্মীদের ভাল করে দেখাশোনা করতে হবে।'

এর পরই তৃণমূল নেতার  মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। গত সোমবারের পর আবারও একটা সোমবার। আবারও চাঁচাছোলা ভাষায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শাণালেন উদয়ন। এবার ভেটাগুড়িতে কর্মিসভায় বিজেপিকে হুমকি দেন তৃণমূল নেতা। তিনি বলেন, 'যে দু একজন বিজেপি নেতা ভেটাগুড়ি তে আছে, যদি তৃণমূল ত্রিপুরায় আক্রান্ত হয় তবে আপনারা ভেটাগুড়িতে থাকতে পারবেন না । তৃণমূলের নেতাকর্মীরা আক্রান্ত হলে আপনারাও পরিত্রান পাবেন না।' তিনি আরও বলেন ' সাবধান হয়ে যান। আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করবেন। আর আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব? বাঁশঝাড় আমরাও চিনি।”


এই মন্তব্যের কড়া নিন্দা করেছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, এর আগেও ত্রিপুরার ঘটনা নিয়ে তাঁদের হুমকি দিয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। এরপরও পুলিশ উদাসীন বলে বিজেপির দাবি। সব মিলিয়ে আগরতলাকাণ্ডের উত্তাপ এখন দিনহাটা অবধি!

অভিষেকের সফরে ধুন্ধুমার নিয়ে উদয়নের মন্তব্যে আগেও সরব হয়েছিল বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, ' এই মন্তব্য করে বর্ষীয়ান তৃণমূল নেতা কী বোঝাতে চাইলেন? বিজেপির উদ্দেশে কি হুমকি? হুঁশিয়ারি? '

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'অবাক লাগে TMC গণতন্ত্রের কথা বলছেন ত্রিপুরায় গিয়ে। আমাদের এখানে নাড্ডা আক্রান্ত হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভায়। আমরা কোনও হামলাই সমর্থন করি না। সেক্ষেত্রে তৃণমূল চুপ ছিল কেন?' 

অন্যদিকে আজ ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা-নেত্রীদের বিশেষ বিমানে আনা হল কলকাতায়। সুদীপ রাহা ও জয়া দত্তকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। গতকাল রাতে আক্রান্ত তৃণমূল নেতা-নেত্রীদের নিয়ে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবাংশু ভট্টাচার্যর অভিযোগ, আহত সুদীপ রাহা ও জয়া দত্তর চিকিত্সার ব্যবস্থা করেনি ত্রিপুরা সরকার। রাতে বিমানবন্দর থেকে তাঁদের এসএসকেএমে নিয়ে আসেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। ফের তাঁরা ত্রিপুরায় যাবেন বলে জানিয়েছেন জয়া দত্ত।