বহরমপুর: একদিকে করোনার ভয়, অন্যদিকে ডেঙ্গি। আর তার মাঝেই মুর্শিদাবাদে বারবার আরেকটা আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে। তা হল স্ক্রাব টাইফাস। গত সাত দিনে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ৫ শিশু-সহ ৯ জন। তাদের মধ্যে গত ৪৮ ঘণ্টায় ৭ জন স্ক্রাব টাইফাস আক্রান্তের হদিশ মিলেছে।


হাসপাতাল সূত্রে খবর, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি স্ক্রাব টাইফাসে আক্রান্ত ৯ জনের মধ্যে নদিয়ার কৃষ্ণগঞ্জের এক ৬ বছরের শিশু রয়েছে। বাকি ৮ জন বহরমপুর, ভগবানগোলা, রানিতলা, নবগ্রামের বাসিন্দা।

চিকিৎসকরা বলছেন, মূলত খুব ছোট পোকার কামড় থেকে এই রোগ হয়। আদতে পোকা নয়, মাকড়। সেই মাকড়ের মুখে থাকা ব্যাকটেরিয়া থেকে সংক্রমণ ছড়ায়। শুরুতেই জ্বর, গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা। চোখের পিছনে ব্যথা অনুভবও করে আক্রান্তরা। সঙ্গে বমি, গায়ে র‍্যাশ।

এই পরিস্থিতিতে স্ক্রাব টাইফাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।