নদিয়া: দিদির বাড়িতে বেড়াতে গিয়ে বোনের রহস্যমৃত্যু। মুখে ‘বিষের গন্ধ’!নদিয়ার করিমপুরের ঘটনা ঘিরে ঘনীভূত রহস্য।
মৃতের নাম - কমলা বিবি। বয়স ২৬। বাড়ি নদিয়ার মুরুটিয়ায়।
বছর সাতেক আগে মুর্শিদাবাদের জলঙ্গীর বাসিন্দা হকসেদ শেখের সঙ্গে বিয়ে হয় কমলার। কিন্তু, পারিবারিক অশান্তির জেরে, সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন মহিলা। মাঝে মাঝে স্বামী দেখা করতে আসতেন। কয়েকদিন আগে করিমপুরে দিদির বাড়িতে আসেন কমলা। দিদির দাবি, সোমবার ৩ হাজার টাকা দেওয়ার কথা বলে, স্ত্রীকে ফোন করে ডাকেন স্বামী।
সেই মতো বিকেলে বাড়ি থেকে বেরোন কমলা। কিন্তু আর ফেরেননি। মঙ্গলবার দিদির বাড়ি থেকে কিছুটা দূরে,একটি কলাবাগানে উদ্ধার হয় বোনের মৃতদেহ।
স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে করিমপুর থানার পুলিশ। সূত্রের খবর, মৃতের মুখে বিষের গন্ধ পাওয়া গিয়েছে। কীভাবে মৃত্যু জানতে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ।