ফের মোবাইল ফোন কানে রেল লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনা। উত্তর ২৪ পরগনার কাঁকড়া-মির্জানগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু তরুণীর।

প্রত্যক্ষদর্শীদের দাবি,

সোমবার সকাল ৮টা ২০ নাগাদ... কাঁকড়া-মির্জানগর স্টেশনের কাছে, ২৬ নম্বর রেল গেট দিয়ে

মোবাইল ফোনে কথা কথা বলতে বলতে লাইন পেরোচ্ছিলেন এক তরুণী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেসময় ওই লাইনে চলে আসে আপ হাসনাবাদ লোকাল।লাইন থেকে সরার আর সুযোগ পাননি তরুণী।

ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। বারাসাত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তরুণীর।

মৃত তরুণীর নাম যুথিকা রায়। বয়স ২৭, বাড়ি - দেগঙ্গায়। শনিবার একই ঘটনা ঘটে ব্যারাকপুর স্টেশনে।

ইয়ার ফোন লাগিয়ে রেল লাইন পেরোতে গিয়ে, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় যুবকের। এবার তালিকায় জুড়ল কাঁকড়া-মির্জানগরের ঘটনা।