কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ড থেকে শিক্ষা। ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে এবার থেকে বাড়তি সতর্কতা। রোজ কোথায় টিকাকরণ হচ্ছে, তার তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটে। তালিকার বাইরে থাকা সব ক্যাম্প বেআইনি, জানাল স্বাস্থ্য দফতর।


কলকাতার বুকে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের পর্দাফাঁস হতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। ভুয়ো IAS দেবাঞ্জন দেব ধরা পড়তেই, খুলে গেছে প্যান্ডোরার বাক্স। এর থেকে শিক্ষা নিয়েই বাড়তি সতর্ক রাজ্য সরকার। হাসপাতালের বাইরে, বিভিন্ন সংস্থা আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে তারই তালিকা থাকবে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। 


স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, সরকারি ভ্যাকসিনেশন ক্যাম্পের পাশাপাশি, বেসরকারি উদ্যোগে আয়োজিত ক্যাম্প, পুরসভা ও পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত ভ্যাকসিনেশন শিবিরের তথ্য থাকবে। ফলে সহজেই প্রতিদিনের মোট ভ্যাকসিনেশন ক্যাম্পের হিসেব মিলবে। শহর থেকে জেলা। রোজ কোথায় কত টিকাকরণ হচ্ছে তার বিস্তারিত তালিকা থাকবে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। এ বিষয়ে বিশদে জানতে প্রথমে গুগলে গিয়ে 



  • www.wbhealth.gov.in-লিখে সার্চ করতে হবে। 

  • পোর্টালে ঢুকে Cowin Vaccination related Guide-এ ক্লিক করার পর

  • List of Covid Vaccination Session Sites-এ যেতে হবে।


আর এখানেই হাতের মুঠোয় চলে আসবে বিস্তারিত তথ্য। কোন জেলার কোথায় কী ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কারা উদ্যোক্তা, সবই মিলবে নিমেষে। 


স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, তালিকার বাইরে থাকা আর সব ক্যাম্পই বেআইনি। ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে সোমবারই বেসরকারি হাসপাতাল, বণিক সভা, বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছিল স্বাস্থ্য-সহ রাজ্য সরকারের একাধিক দফতর। সেই বৈঠকে সরকারি বা বেসরকারি হাসপাতাল ছাড়া, অন্য কেউ ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করতে চাইলে, কী কী, নিয়ম মেনে চলতে হবে, সেই সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।