মালদা: কৃষকদের সঙ্গে সহভোজ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মাটিতে বসে খেলেন গরম গরম খিচুড়ি। আঙুলের ইশারায় বুঝিয়ে দিলেন, দারুণ হয়েছে খেতে। সঙ্গে খেতে বসলেন দিলীপ ঘোষ ও বিজেপির অন্যান্য নেতারা। আজ নাড্ডার সঙ্গে খেলেন বহু কৃষক। খেয়ে দেয়ে ধুতিতে মুছলেন হাত। মেনুতে ছিল খিচুড়ি, তরকারি ইত্যাদি। তরকারিতে ছিল আলু, কপি,  টমেটো ও অন্যান্য সবজি। রান্না বসানো হয় ভোর বেলা। একসঙ্গে প্রায় চার হাজার জনের মতো রান্না হয়।
বিধানসভা ভোটের আগে ফের দু’ দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ইংরেজবাজারে পৌঁছে প্রথমে যান সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে। এখানে আম ও শাকসবজি নিয়ে গবেষণা হয়। বিজ্ঞানীদের পাশাপাশি, এখানে আম চাষিদের সঙ্গেও কথা বলেন জে পি নাড্ডা।
ইংরেজবাজার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি যান মালদার সাহাপুরে। সেখানে কৃষক-সুরক্ষা সহ ভোজ কর্মসূচি রয়েছে বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেবেন। এরপর মধ্যাহ্নভোজ সারলেন কৃষকদের সঙ্গে। সবশেষে, ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করবেন জে পি নাড্ডা। শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে।