মালদা : জে পি নাড্ডার রোড শোয়ের আগে মালদার ইংরেজবাজারে সরানো হল বিজেপির কাট আউট, ফ্লেক্স। লাগানো হল তৃণমূলের পোস্টার। এই ঘটনায় ২ নাবালককে আটক করেছে পুলিশ। আজ রাজ্য সফরে এসে ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। তার আগে গোটা এলাকা জে পি নাড্ডার কাট আউট ও বিজেপির পোস্টারে সাজানো হয়। অভিযোগ, গতকাল রাতে সেই কাট আউট ও পোস্টার খুলে তৃণমূলের পোস্টার লাগানো হয়। এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পাল্টা শাসকদলের দাবি, অশান্তি সৃষ্টির জন্য বিজেপিই ষড়যন্ত্র করে এই কাজ করেছে।
জে পি নাড্ডার রোড শো চলাকালীন মালদায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। এদিন নাড্ডার কর্মসূচি শুরুর সময়েই শুরু হবে শাসকদলের নেতা-কর্মীদের প্রতিবাদ অবস্থান। নেতৃত্বে থাকবেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুর। উপস্থিত থাকবেন জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আজ সকাল ১০.৫০ নাগাদ মালদায় পৌঁছবেন তিনি। এরপর ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটে যাবেন। সেখান থেকে পুরাতন মালদার সাহাপুরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
সেখানে কৃষকদের সঙ্গে কর্মসূচি রয়েছে তাঁর।
এরপর কৃষকদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারবেন জে পি নাড্ডা। মেনতে থাকছে খিচুড়ি,
পাপড় ভাজা ও সবজি। নাড্ডার মালদা সফর ঘিরে এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
এরপর সাড়ে বারোটা নাগাদ পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন জে পি নাড্ডা। এরপর সেখান থেকেই শুরু হবে তাঁর রোড শো।
এরপর নদিয়া পৌঁছবেন তিনি।
গত ৯ জানুয়ারিও রাজ্যে আসেন জে পি নাড্ডা। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচি ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। বেলা ১২টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামেন জে পি নাড্ডা। ঢাক বাজিয়ে তাঁকে স্বাগত জানান কৈলাস বিজয়বর্গীয়। এখান থেকে সোজা কাটোয়ায় যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। পুজো দেন রাধাগোবিন্দ মন্দিরে। এরপর কাটোয়ার জগদানন্দপুরে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করেন জে পি নাড্ডা। মুস্থুলী গ্রামের কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করেন তিনি। দুপুরে কৃষক পরিবারে খাওয়া দাওয়া সারেন জে পি নাড্ডা।
Nadda In Bengal: মালদায় নাড্ডার কাটআউট সরিয়ে তৃণমূলের পোস্টার ! ২ নাবালককে আটক পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2021 09:13 AM (IST)
অভিযোগ, গতকাল রাতে সেই কাট আউট ও পোস্টার খুলে তৃণমূলের পোস্টার লাগানো হয়। এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পাল্টা শাসকদলের দাবি, অশান্তি সৃষ্টির জন্য বিজেপিই ষড়যন্ত্র করে এই কাজ করেছে।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -