নৈহাটি: শ্রমিক অসন্তোষের জের। ফের তালা ঝুলল নৈহাটি জুটমিলে। পুজোর আগে কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক।
দিনে ১৩৭ টাকা মজুরি বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছিলেন জুটমিলের শ্রমিকরা। শনিবার পরিস্থিতি আরও খারাপ হয়। কাজে যোগ দেননি শ্রমিকরা। ফলে বন্ধ হয়ে যায় উৎপাদন। এরপর সন্ধেয় কারখানা বন্ধের নোটিস ঝোলায় জুটমিল কর্তৃপক্ষ। অশান্তির আশঙ্কায় কারখানা চত্বরে বসে পুলিশ পিকেট।
এ বিষয়ে জুটমিল কর্তৃপক্ষের দাবি, শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন ব্যাহত হচ্ছিল। সেকারণেই মিল বন্ধের সিদ্ধান্ত। এই প্রেক্ষাপটে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন।
দীর্ঘদিন ধরে নৈহাটি জুটমিলে সমস্যা চলছে। চলছে পারস্পরিক দোষারোপ। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শ্রমিক মহল্লায়।
শ্রমিক অসন্তোষ, ফের বন্ধ নৈহাটি জুটমিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2017 09:07 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -