নারদ তদন্ত: ইডি দফতরে হাজির তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2017 11:47 AM (IST)
কলকাতা: গতকালই খানাকুলে গিয়েছিল সিবিআই। তার ২৪ ঘণ্টার মধ্যে নারদকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ আফরিন অপরূপা পোদ্দার। ইডি সূত্রে খবর, কেন তিনি টাকা নিয়েছিলেন, সে টাকা কোথায় গেল এবং কে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে তাঁর পরিচয় করে দিয়েছিল- এই সব প্রশ্নের উত্তর জানতে চাইবেন তদন্তকারীরা। অপরূপার সম্পত্তি সংক্রান্ত তথ্যও জানতে চায় ইডি। বুধবার, খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইলিয়াস চৌধুরীর বাড়িতে যান সিবিআইয়ের গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, এই বাড়িতেই আরামবাগের তৃণমূল সাংসদ আফরিন অপরূপা পোদ্দারকে টাকা দেন ম্যাথু স্যামুয়েল।