কলকাতা ও হলদিয়া: হলদিয়ায় প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারীর অফিসে সিবিআই। নারদ-ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখতে চলল পুনর্নির্মাণ। তুললেন অফিসের ভিতর ও বাইরের ছবি। এদিনই, নারদকাণ্ডে সিজিও কমপ্লেক্সে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করল ইডি।
নারদকাণ্ডের ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখতে, সাংসদ হিসেবে শুভেন্দু অধিকারী যে অফিস ব্যবহার করতেন, সোমবার দুপুরে হলদিয়ার সেই অফিসে হাজির হন সিবিআইয়ের পাঁচ আধিকারিক। তমলুকের সাংসদ হিসেবে এটি এখন দিব্যেন্দু অধিকারীর অফিস।
সিবিআই সূত্রে দাবি, ২০১৪ সালে, শুভেন্দু অধিকারী যখন সাংসদ ছিলেন, তখন এই অফিসেই তাঁর সঙ্গে দেখা করেন নারদ নিউজের সিইও, ম্যাথ্যু স্যামুয়েল।
এ দিন তমলুকের প্রাক্তন সাংসদের সেই অফিসে ঢুকে, প্রায় দেড় ঘণ্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করেন সিবিআই আধিকারিকরা। ছবি তোলেন অফিস ঘরের। সিবিআই তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার বলেন, আমরা এসে ভিডিও ফুটেজের সঙ্গে অফিস-ঘর মিলিয়ে দেখলাম।
নারদকাণ্ডে সিবিআইয়ের এই পুনর্নির্মাণের ঠিক আগের দিন, শুভেন্দু অধিকারীর প্রশংসা করে জল্পনা উস্কে দেন বিজেপির রাজ্য সভাপতি!
গতকালই দিলীপ ঘোষ বলেছিলেন, নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু। সেই আন্দোলনে ভর করে তৃণমূল ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর শুভেন্দুই তৃণমূলের সবথেকে বড় নেতা। দিলীপ ঘোষের এই মন্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে চাননি শুভেন্দু। বিজেপি নেতার উদ্দেশে তাঁর জবাব, ঘোলা জলে মাছ ধরে লাভ নেই।
এদিকে, এদিনই আবার, নারদকাণ্ডে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করে ইডি। বেশ কিছু প্রশ্নের পাশাপাশি ইডি সূত্রে খবর, তৃণমূল নেতার থেকে জানতে চাওয়া হয়, কেন টাকা নিয়েছিলেন? ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কে পরিচয় করিয়ে দিয়েছিলেন? সূত্রের দাবি, নারদ-এর স্টিং ফুটেজ দেখিয়েও এ দিন জিজ্ঞাসাবাদ করা হয় মদন মিত্রকে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নারদকাণ্ড: তদন্তে ইডি দফতরে হাজিরা মদনের, হলদিয়ায় শুভেন্দুর দফতরের ছবি তুলল সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Oct 2017 01:42 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -