পানাগড়ে জাতীয় সড়ক ‘জবরদখল’, নিত্য যানজট
Web Desk, ABP Ananda | 23 Oct 2017 11:09 AM (IST)
পানাগড়: পশ্চিম বর্ধমানের পানাগড়ে ২ নম্বর জাতীয় সড়কের একাংশ জবরদখলের অভিযোগ! রাস্তার দু’ধারে গজিয়ে উঠেছে অস্থায়ী দোকান, গ্যারাজ। যত্রতত্র গাড়ির পার্কিং। যার জেরে নিত্য যানজট সমস্যায় ভুগতে হচ্ছে পানাগড় এলাকার বাসিন্দাদের। ২০১৫ সালে পানাগড় বাইপাস নির্মাণের পর বাস, গাড়ি চলাচলের সমস্যা মিটেছে অনেকটাই। কিন্তু সম্প্রসারিত না হওয়া জাতীয় সড়কের একাংশ জবরদখল হয়ে গেছে। যার জের পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অবিলম্বে সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।