পশ্চিম মেদিনীপুর: ভিন রাজ্য থেকে আসা যাত্রীদের থেকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে হাজার টাকা করে আদায় করা হচ্ছে।  খড়গপুর স্টেশনে জিআরপি’র কয়েকজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যাত্রীরাই।  যদিও জিআরপি থানার আইসি-র দাবি, অভিযোগ সম্পর্কে তাঁদের কিছু জানা নেই। 


করোনার সংক্রমণ শৃঙ্খল ভাঙার জন্য রাজ্যে রাজ্যে শুরু হয়েছে লকডাউন।  এই পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে বাংলায় ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা।  


লকডাউনে ও করোনাকালে অনেকের রোজগার বন্ধ হয়ে গেছে। এরপর কীভাবে সংসার চলবে তার ঠিক নেই।  এইরকম একরাশ দুঃশ্চিন্তা নিয়ে যাঁরা রাজ্যে দূরপাল্লার ট্রেনে ফিরলেন, খড়গপুর স্টেশনে পা দিয়ে তাঁরা এক দুঃস্বপ্নের মুখোমুখি হলেন। 


এমনই এক ভুক্তোভুগী ট্রেনযাত্রী দীপা বাগ দাবি করেন তাঁর কাছ থেকে ১ হাজার টাকা দাবি করা হয়। তিনি বললেন, আমার কাছ থেকে জিআরপি-র সিভিক ভলান্টিয়াররা ১ হাজার টাকা চাইল। 


অভিযোগ, খড়গপুর স্টেশনে দুরপাল্লার ট্রেনে ভিন রাজ্য থেকে আসা রাজ্যের অনেক বাসিন্দার কাছে বিভিন্ন অজুহাতে হাজার টাকা করে নিচ্ছে জিআরপি’র কয়েকজন সিভিক ভলান্টিয়ার। 


আধার কার্ড দেখাতে না পারায় কাউকে হুমকি দেওয়া হয়েছে জিআরপি থানায় নিয়ে যাওয়ার।  আবার কাউকে বলা হয়েছে, ভিন রাজ্য থেকে আসায় ১৩ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ভুক্তভোগীদের দাবি, টাকা দিয়ে তবেই মিলেছে রেহাই।  


খড়গপুর জিআরপি’র সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় চাঞ্চল্য তৈরি হয়েছে।  


এই প্রসঙ্গে খড়গপুর জিআরপি থানার আইসি’র দাবি, এই অভিযোগ সম্পর্কে কিছু জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।