কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি, কোচবিহারে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
ABP Ananda, Web Desk | 22 Apr 2018 01:33 PM (IST)
কোচবিহার: প্রতিবেশীর কুপ্রস্তাবে রাজি হননি। তাই বাড়ি বয়ে এসে সেই প্রতিবেশী শিক্ষক তাঁকে খুনের হুমকি দেন বলে অভিযোগ। ফলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহারের এক কলেজ ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচবিহারের তুফানগঞ্জের ছাটচিলাখানায় ঘটেছে এই ঘটনা। পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই তরুণীকে কুপ্রস্তাব দিচ্ছিলেন প্রতিবেশী প্রাইমারি স্কুলের শিক্ষক সুভাষ সরকার। রাজি না হওয়ায় শুক্রবার বাড়ি গিয়ে তিনি তাঁকে অপমান করেন ও প্রাণনাশের হুমকি দেন। এরপর গতকাল ছাত্রীটি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। পলাতক অভিযুক্ত সুভাষ সরকার সহ ৩ অভিযুক্ত।