স্বামী আইএনটিটিইউসি নেতা সমীর মিস্ত্রীকে খুনের অভিযোগে মধুমিতাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিক চন্দন মণ্ডলের সঙ্গে হাত মিলিয়ে তিনি সমীরকে খুন করেন বলে অভিযোগ। লক আপের মধ্যে মধুমিতা কীভাবে ব্লেড পেলেন তা খতিয়ে দেখছে পুলিশ। লক আপের মধ্যে গলায় ব্লেড চালালেন সোনারপুরের স্বামী খুনে অভিযুক্ত গৃহবধূ
ABP Ananda, Web Desk | 22 Apr 2018 01:01 PM (IST)
কলকাতা: সোনারপুরে স্বামী খুনে অভিযুক্ত গৃহবধূ মধুমিতা মিস্ত্রী থানার লক আপে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। আজ সকালে সোনারপুর থানার শৌচাগারে তিনি গলায় ব্লেড চালিয়েছেন বলে খবর। রক্তক্ষরণ হচ্ছে হাত থেকেও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।