কলকাতা: রাজ্যের মাটিতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির জাল বিস্তারের প্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল সরকার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র ধাঁচে তৈরি হল নয়া গোয়েন্দা এজেন্সি। নাম, লোকাল ইন্টেলিজেন্স ইউনিট (এলআইইউ)।


খাগড়াগড়ের জেএমবি মডিউল থেকে থেকে শুরু করে আইএস জঙ্গি মুসার কলকাতা এবং বীরভূমে হামলার ছক।  আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি রাজ্যে কতখানি জাল বিস্তার করেছে, একের পর ঘটনায় বারবার মিলেছে প্রমাণ। উঠেছে গোয়েন্দা-ব্যর্থতার অভিযোগ। এই প্রেক্ষিতে এবার কেন্দ্রের ধাঁচে রাজ্যে নয়া গোয়েন্দা এজেন্সি তৈরি হল ।


ইন্টেলিজেন্স ব্যুরোর অধীনে প্রতি রাজ্য আছে এসআইবি বা সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো। যাদের কাজ, গোপন তথ্য সংগ্রহ, সন্দেহভাজনদের গতিবিধিতে নজরদারি, অনুপ্রবেশ রোখা। কেন্দ্রের ধাঁচে রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরো স্টেট আইবির অধিনে তৈরি হল এলআইইউ। সূত্রের খবর, রাজ্য আইবির সদর দফতর থেকেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণত হবে নতুন ইউনিট।


রাজ্যের প্রতিটি জেলাতেও রয়েছে একটি করে ইন্টেলিজেন্স ব্যুরো। কিন্তু সূত্রের খবর, গোপন তথ্য সংগ্রহের বদলে তারা পাসপোর্ট ভেরিফিকেশন, আইন-শৃঙ্খলা রক্ষা বা ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত কাজই বেশি করে। তাই এই আলাদা ইউনিট তৈরি।


আনুষ্ঠানিকভাবে ডিসেম্বর থেকেই কাজ শুরু করা দিয়েছে এলআইইউ। সূত্রের খবর, আপাতত রাজ্য ও কলকাতা পুলিশ থেকে ডেপুটেশনের ভিত্তিতে পুলিশ কর্মী ও অফিসারদের নিয়োগ করা হয়েছে এই ইউনিটে। রবর্তী সময়ে নিয়োগ করা হবে স্থায়ী কর্মী। তাঁরা শুধুমাত্র গোয়েন্দার কাজই করবেন। তাঁদের আর কোনও থানবায় বদলি করা হবে না।


আইবি ও এসআইবিতে এই পদ্ধতিই মেনে চলা হয়। এলআইইউ-এর কর্মীদের সম্পূর্ণভাবে এই কাজের জন্যই প্রশিক্ষত করা হবে। কর্মী-অফিসারদের না নাম-পরিচয়ের রক্ষা করা হবে চূড়ান্ত গোপনীয়তা,  যাতে তাঁদের কেউ চিনতে না পারে।