পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়ায় নববধূর মুখে পোড়া দাগ থাকায় শ্বশুরবাড়িতে ঢুকতে বাধা। বধূকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।


বছর দুয়েক আগে মোবাইলে মিসড কলের সূত্র ধরে চুরপুনি গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে পরিচয় হয় সিঙ্গি গ্রামের এক যুবতীর। এবছরের ২ জুলাই, দুজনের প্রথমবার দেখা হয়।


যুবতীর দাবি, ওইদিন তিনি প্রেমিককে জানান, ১০ বছর বয়সে জ্বলন্ত প্রদীপ উল্টে তাঁর শরীরের একাধিক জায়গা পুড়ে যায়। মুখের পোড়া দাগ দেখেও প্রেমিকাকে বিয়ের সিদ্ধান্ত নেন যুবক। ওইদিনই সিঙ্গি গ্রামের মন্দিরে ২ জনের বিয়ে হয়।



অভিযোগ, বিয়ের পরের দিন মায়ের শরীর খারাপের কথা বলে যুবককে নিয়ে চলে যান তাঁর এক আত্মীয়। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় গতকাল ২ ভরি সোনা ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে ওই যুবতী একাই শ্বশুরবাড়িতে যান।


অভিযোগ, সেখানে টাকা ও গয়না কেড়ে নিয়ে শরীরের পোড়া দাগ সমস্ত গ্রামবাসীদের দেখিয়ে নববধূকে গ্রহণ করতে অস্বীকার করেন শ্বশুরবাড়ির লোকজন। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ।


খবর পেয়ে বাপের বাড়ির লোকজন যুবতীকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। কাটোয়া থানায় স্বামী-সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।