বাড়ির সামনে থেকে রোমহর্ষক অপহরণ, একমাস পরেও খোঁজ নেই ছাত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2018 06:13 PM (IST)
নদিয়া: বাড়ির সামনে থেকে রোমহর্ষক অপহরণ।প্রায় ১ মাস কাটতে চললেও খোঁজ নেই কিশোরীর।পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের। নদিয়ার নাকাশিপাড়ার একাদশ শ্রেণির ছাত্রীটি ধানতলার থানাপাড়ায় পিসির বাড়িতে ঘুরতে এসেছিল! দিনটা ছিল ২২ ফেব্রুয়ারি। সরস্বতী পুজোর দিন! বিকেলে পিসিকে সে বলেছিল,পিসি যাই বৌদিকে ডেকে আনি। কিন্তু, সেই যে বেরোলো আজও ফেরেনি সে। পরিবারের দাবি, রাস্তায় বেরোতেই দু’টি মোটরবাইকে চার যুবক মুখে রুমাল বাধা অবস্থায় দাঁড়িয়ে ছিল।একাদশ শ্রেণির ওই ছাত্রীকে জোর করে মোটরবাইকে চাপিয়ে চম্পট দেয় তারা। দেবা সর্দার নামে ২৫ বছর বয়সী এক স্থানীয় যুবক অপহরণের নেপথ্যে রয়েছে বলে দাবি কিশোরীর পরিবারের। ২৩ ফেব্রুয়ারি ধানতলা থানা অপহরণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। কিন্তু, কোনও সুরাহা হয়নি। শেষপর্যন্ত ১৭ ফেব্রুয়ারি এসডিপিও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। ধানতলা থানার বক্তব্য, তারা অপহৃতকে খোঁজার মরিয়া চেষ্টা করছে। কিন্তু, বাস্তবটা হল, সরস্বতী পুজোর দিন সেই যে বাড়ি থেকে বেরিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি, আজও ফেরেনি সে। বাড়ির লোক আজও পথ চেয়ে।