কলকাতা: আগামী দু’দিনে রাজ্যে বাড়বে গরম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তির পরিমাণও। কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। জানাল আবহাওয়া দফতর।
বেলা গড়াতেই তীব্র গরম। দেখা নেই বৃষ্টির। কলকাতা থেকে জেলা, হাঁসফাস করা গরমে ভোগান্তির এক ছবি। এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার গরম আরও বাড়বে। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি হওয়ায়, বাড়বে অস্বস্তিও।
আবহাওয়া দফতরসূত্রে খবর, উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সঙ্গে ওড়িশা উপকূলের পাশ দিয়ে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়েছে।
এরফলে আগামী কয়েকদিন ঘামে হাঁসফাঁস করতে হবে রাজ্যবাসীকে। পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ায়, এরাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আগামী দিনে ৪০ ডিগ্রির কাছাকাছি যেতে পারে।
কলকাতাতেও এখন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
রাজ্যে বাড়বে গরম সঙ্গে অস্বস্তিও, কলকাতায় এখনই নয় বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2017 09:16 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -