উত্তর ২৪ পরগনা: প্রার্থী তালিকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর নাম ঘোষণার পরও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটল না।
বিজেপির প্রার্থী তালিকায় জ্বলজ্বল করছে এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়কের নাম। অথচ, প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর দাবি, তিনি এখনও কোনও সিদ্ধান্তই নেননি! বিজেপি যাঁকে উপনির্বাচনে নিজেদের প্রার্থী বলে দাবি করছে, তাঁর আস্থা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর!
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপি চেয়েছিল তৃণমূলের ঘর ভেঙে তাদের টক্কর দিতে। কিন্তু, প্রাক্তন তৃণমূল বিধায়কের মন্তব্য গেরুয়া শিবিরকেই অস্বস্তিতে মুখে ফেলে দিল।
যদিও, বিজেপি নেতারা এমনটা মানতে নারাজ। কয়েকদিন আগে মঞ্জু বসুর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায়। এ দিন তিনি দাবি করেন, ভয়ঙ্কর চাপের মুখে তিনি (মঞ্জু বসু) একথা বলেছেন। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। এক নজিরবিহীন পরিস্থিতি। এই পরিস্থিতিতে তিনি বলছেন, এখনও সিদ্ধান্ত নেননি। দেখা যাক কী হয়।
২০০১ এবং ২০১১ সালে নোয়াপাড়া থেকে জিতে তৃণমূল বিধায়ক হন মঞ্জু বসু। ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের প্রার্থী মধুসূদন ঘোষের কাছে তিনি হেরে যান। সেই মধুসূদন ঘোষের মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
কিন্তু, এবার মঞ্জু বসুর বদলে তৃণমূল প্রার্থী করেছে ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহর ঘনিষ্ঠ সুনীল সিংহকে।
নোয়াপাড়া উপনির্বাচন: মঞ্জু বসুকে প্রার্থী ঘোষণা বিজেপির, সিদ্ধান্ত নেননি, দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2018 10:02 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -