পূর্ব মেদিনীপুর: ‘সচিন তেন্ডুলকর আমার শ্বশুর’! আদালতকক্ষে এক অভিযুক্তর মুখে এই দাবি শুনে রবিবার চমকে উঠলেন স্বয়ং বিচারকও! তা-ও আবার দেবকুমার মাইতি নামে সেই ব্যক্তির মুখে, যাঁকে গ্রেফতার করা হয়েছে সচিন তেন্ডুলকরের মেয়েকে উত্যক্ত করার অভিযোগে!
মহিষাদলের বাসিন্দা দেবকুমারকে রবিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে প্রশ্ন করেন, আপনি কি সচিন তেন্ডুলকরকে চেনেন? নির্বিকার মুখে দেবকুমার বলেন, কেন চিনব না? সচিন তেন্ডুলকর তো আমার শ্বশুর! শুনে মুহূর্তের জন্য চমকে যান বিচারক। অনেকে হাসিতেও গড়িয়ে পড়েন। কিন্তু, দেবকুমার তখনও ভাবলেশহীন। বিচারক তখন বলেন, সচিন তেন্ডুলকর এত বড় মাপের একজন মানুষ। তাঁর মেয়ের তো সেরকম জায়গাতেই বিয়ে হবে। আপনি এরকম করছেন কেন?
কিন্তু, দেবকুমার সেসব শুনলে তো! তিনি বিচারককে বলেন, যতদিন না তেন্ডুলকরের বিয়ে হচ্ছে, ততদিন আমি ওকেই ভালবাসব। এরপর আর বিচারক কথা বাড়াননি। তিনি মুম্বই পুলিশের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করে দেন। এরপরই ধৃত দেবকুমারকে নিয়ে মুম্বই রওনা দেয় পুলিশ।