মুর্শিদাবাদ: হাইকোর্টের নির্দেশে আজ বেলা ১১টা থেকে ফের মনোনয়ন জমা দেওয়া যাবে বলে জানানো হলেও সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসা শুরু হয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বিরোধীদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। অশান্তি হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণাতেও।
আজ সকালে হরিহরপাড়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। অভিযোগ, সে সময় আচমকা বাঁশ-ইট দিয়ে তাঁদের বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, বার করে দেয় এলাকা থেকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ঝামেলা হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডেও। দেওয়াল লেখা ঘিরে সংঘর্ষ হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। এতে দুপক্ষের ৪ জন আহত হয়েছেন।
মনোনয়ন পর্বে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনকে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আলিপুর প্রশাসনিক ভবনের সামনে মোতায়েন রয়েছে পুলিশ। অশান্তি ঠেকাতে আছে জল কামানও। মনোনয়নে কোনও অভিযোগ এলে কী পদক্ষেপ, রিপোর্ট দেওয়ার নির্দেশ এসপি কমিশনারদের।
আজ ফের মনোনয়ন: সকাল থেকে অশান্তি শুরু মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে
ABP Ananda, Web Desk
Updated at:
23 Apr 2018 08:36 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -