করুণাময় সিংহ, মালদা: রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক উঠেছে। কিন্তু, এবার আস্ত পার্টি অফিস বিক্রি করে বিতর্কে জড়ালেন আরএসপি-র এক প্রাক্তন নেতা। এই ঘটনা সামনে আসতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদার মানিকচকে।


আরএসপি জেলা নেতৃত্বের অভিযোগ,জালিয়াতি করে, দলের পার্টি অফিস বেচে দিয়েছেন প্রাক্তন ব্লক সম্পাদক মহম্মদ সবুক্তগিন।

আরএসপি নেতাদের আরও দাবি, বর্তমানে তৃণমূলে নাম লিখিয়েছেন অভিযুক্ত মহম্মদ সবুক্তগিন।

আরএসপি-র জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে বলেছেন, যে পার্টি অফিসের দাম প্রায় ৩০ লক্ষ টাকার ওপরে, ২২ লক্ষ টাকার দলিল হয়েছে, সেই পার্টি অফিস ৫ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। পার্টিতে দীর্ঘদিনই নেই। এখন শাসক দলের সঙ্গে তাঁর যোগাযোগ।

অফিস বিক্রির কথা স্বীকার করলেও, জালিয়াতির অভিযোগ মানতে নারাজ প্রাক্তন আরএসপি নেতা। তাঁর দাবি, দালালের চক্করে তিনি বিক্রি করেছেন।

প্রাক্তন আরএসপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি।আরএসপি-র তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।