উত্তর ২৪ পরগনা: দোলনা চড়ার সময় গলায় ফাঁস লেগে মৃত্য ১০ বছরের শিশু l ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত দক্ষিণ হাবরা পল্লীমঙ্গল এলাকায় l


ঘটনার সময় ঘরে কেউ ছিল না। ঘটনার সময়ে শিশুর মা ও বাবা বাড়ির ওপরের তলায় ছিলেন।


জানা গিয়েছে, গতকাল বিকেলে নিজের ঘরেই দোলনায় ঝুলছিল বছর-দশেকের সহন দাস l জানালায় লাগানো কাপড়ের তৈরি একটি দোলনায় ঝুলছিল শিশুটি।


হঠাৎই দোলনায় দোল খাওয়ার সময় গলায় ফাঁস লেগে যায় l


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিশুটির মা এসে দেখেন গলায় ফাঁস লাগা অবস্থায় রয়েছে শিশুটি। শিশুটি সেই সময় অচৈতন্য অবস্থায় ছিল। শিশুর মা তার গলার ফাঁস খুললে, সে পড়ে যায়।


বাবা ধনঞ্জয় দাস ছেলেকে এই অবস্থায় দেখে তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে আসেন।


সেখানে চিকিৎসকরা সহন কে মৃত বলে ঘোষণা করে l


এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আজ সহন এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাত পাঠানো হয়েছে।


যাত্রী ভর্তি সরকারি বাসে আগুন


এদিকে, জেলার আরেকটি ঘটনায় ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রী ভর্তি সরকারি বাসে আগুনে চাঞ্চল্য। নবগ্রামের গোগ্রাম এলাকার ঘটনা।


চলন্ত বাসে হঠাৎই আগুন লেগে যায় তড়িঘড়ি বাস থেকে নামিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে রাখা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ।


বারাসাতে ভাগাড় সমস্যার সমাধান


দীর্ঘদিন ধরে বারাসাত পুরসভার ভাগাড় সমস্যার সমাধান হয়নি। রাস্তায় জমছে আবর্জনার স্তূপ। প্রতিবাদে ১২ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। আজ এনিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।


সমস্যার সমাধান হয় কি না, সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুরসভার ভাগাড় উপছে গোটা এলাকায় আবর্জনা ছড়াচ্ছে। রাস্তায় জঞ্জালের স্তূপ জমছে। দুর্গন্ধে টেঁকা দায়।


এই পরিস্থিতিতে সমাধান চেয়ে ১২ দিন ধরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। এনিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। দিনকয়েক আগে সমাধানের আশ্বাস দেয় পুরসভা।