সমীরণ পাল, বনগাঁ: তৃণমূল পরিচালিত পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলে এবার ড্রেন পরিষ্কার করতে নামলেন বিজেপি বিধায়ক। পুরসভার পাশাপাশি নিশানা করলেন রাজ্য সরকারকে। পাল্টা জবাব দিয়েছে শাসক দল।


২ দিন আগেই সরব হয়েছিলেন ভ্যাকসিন নিয়ে। সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ করে জড়িয়েছিলেন বচসায়। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক নামলেন ড্রেন পরিষ্কারে। 


লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ড। বৃষ্টি থামলেও জল এখনও নামেনি। জল যন্ত্রণায় নাজেহাল সাধারণ মানুষ।


এই পরিস্থিতিতে এদিন জলবন্দি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে যান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। কথা বলেন, স্থানীয় মানুষের সঙ্গে। 


৮ নম্বর ওয়ার্ডে কোদাল নিয়ে শুরু করে দেন ড্রেন পরিষ্কার। নিশানা করেন পুরসভা ও রাজ্য সরকারকে। বললেন, পরিকল্পনা ছাড়া কাজ করায় বনগাঁ পুরসভার অনেক ওয়ার্ড জলের তলায়। 


পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বনগাঁ পুরসভা প্রশাসক গোপাল শেঠ বলেন, বনগাঁর বিজেপি বিধায়ক ছবি তোলার জন্যে ভাঁওতাবাজি করছেন । জল সারতে উদ্যোগ নিয়েছি আমরা।


এদিন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠও। ইতিমধ্যে পাম্প বসিয়ে জমা জল সরানোর উদ্যোগ নিয়েছে পুরসভা।


এদিকে, বৃষ্টি কমলেও উত্তর ২৪ পরগনার কামারহাটি ও পানিহাটিতে জলছবি ধরা পড়ল পরের দিনও।  কামারহাটির প্রসাদনগরে কার্যত জলপথের চেহারা নিয়েছে বি টি রোড। 


কামারহাটির জল নিকাশির অন্যতম মাধ্যম দাঁতিয়া খাল। পানিহাটি, আগরপাড়া থেকে কামারহাটি হয়ে, ফিডার রোডের পাশ দিয়ে বি টি রোড হয়ে বাগজোলা খালে এসে মিশেছে দাঁতিয়া খাল।  


দুর্ভোগের ছবি আড়িয়াদহের ফিডার রোডেও।  এই অবস্থার জন্য পরস্পরের দিকে আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা ও পুরসভা। কামারহাটি পুরসভার প্রশাসক গোপাল সাহা বলেন, ড্রেনে এত বর্জ্য ফেলা হয়। পুরসভা থেকে বারবার বলা হয়, কিন্তু কেউ শুনছে না। পাম্প চালালেও জল নামাতে পারছি না। বাগজোলা খালেও জলস্তর বেড়ে যায়, সেই জলই এইদিকে চলে আসে।