সমীরণ পাল, ব্যারাকপুর: ক্লাবঘর তৈরি নিয়ে বিবাদ। উত্তর ২৪ পরগনার জগদ্দলে ১৫ বছরের এক কিশোরকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ কিশোর আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
জগদ্দলে দুষ্কৃতী দৌরাত্ম্য। ১৫ বছরের কিশোরকে গুলি। আর তারড জেরে এলাকায় আতঙ্ক। দুষ্কৃতীদের গুলি রেয়াত করল না রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা নিরীহ কিশোরকে। পাঁজরে আর ডান হাতে গুলির ক্ষত নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কিশোর। ক্লাবঘর তৈরি নিয়ে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে স্থানীয়দের বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে শুটআউটের সাক্ষী হল উত্তর ২৪ পরগনার জগদ্দলের নতুনগ্রাম। গুলিবিদ্ধ কিশোরের আত্মীয় জ্যোৎস্না রায় বলেন, পাড়ার ছেলেরা ক্লাব করতে চায়। মদ গাঁজা খায় এখানে। হইহুল্লোড় করে। এখানে ক্লাব থাকবে না। ওরা সেটা করতে দেবে না। এই নিয়ে সাড়ে আটটা নটা নাগাদ ঝগড়া হয়। সাড়ে ১১টা নাগাদ গুলি চলে।
ক্লাবঘর হলে নেশার ঠেক আরও জাঁকিয়ে বসবে এলাকায়। এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা বাধা দিতেই, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ চারটে বাইকে জনা কয়েক যুবক এলাকায় চড়াও হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক কিশোরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তারা। তারপর এলাকা থেকে চম্পট দেয়। গুলিবিদ্ধ কিশোরের কাকা কৃষ্ণ রায় বলেন, “আমার ভাইপো, দাদার ছেলে, খেয়েদেয়ে ১০টার পর রাস্তায় যায়। হঠাৎ চারটে বাইকে অনেকগুলো ছেলে এসে গুলি চলিয়ে দেয়। ডানহাতে ও পাঁজরে গুলি লেগেছে।“ গুলিবিদ্ধ কিশোরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। সেখানেই তার অস্ত্রোপচার হয়েছে।
এই ঘটনায় রাজনীতির রং না দেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, কোনও কালার কোনও কিছু না দেখে যারা এই ধরনের আচরণ করছে, কাজ করছে, তাদের যেন কোনও রকম ভাবে স্পেয়ার না করা হয়, যা শাস্তি দেওয়ার যেন দেওয়া হয়। দুষ্কৃতীদের নিজেদের ঝামেলা। কয়েকজন ছাড়া পেয়েছে আবার ফিরেছে। এলাকা দখল, তোলাবাজি নিয়ে ঝামেলা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।