সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় চরম বিপদে পড়েছেন সাধারণ মানুষ।  মোটরবাইক ঘরে উঠিয়ে রেখে ছুটছেন সাইকেল কিনতে। আর এতেই পৌষ মাস হয়েছে সাইকেল বিক্রেতাদের। আচমকাই প্রতিদিন সাইকেলের বিক্রি বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন তাঁরা। পেট্রোলের দাম প্রতি লিটারে সেঞ্চুরি পার হওয়ার পর উত্তর দিনাজপুর জেলার শহর থেকে গ্রাম সর্বত্র এই ছবিই ফুটে উঠেছে। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানউতর।


সাধারন মানুষের অভিযোগ অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধির কারনে পেট্রোল কিনে আর মোটরবাইক চালানো সম্ভব হচ্ছেনা, তাই বাধ্য হয়ে সাইকেল কিনে তাতে চেপেই প্রয়োজনীয় কাজকর্ম করতে হচ্ছে। সাইকেল বিক্রেতারাও জানিয়েছেন পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষ আবারও সাইকেলের দিকে ঝুঁকছেন। ফলে তাদের সাইকেল বিক্রি বেড়েছে।


বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারনে দুঃসহ হয়ে উঠেছে দেশের সাধারন মানুষের জীবনযাত্রা৷ এমনটাই অভিযোগ তৃণমূলের। বিশেষ করে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে নাভিশ্বাস উঠেছে সাধারন মানুষের। পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। মানুষের প্রতিদিনের জীবনযাত্রারও পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। উন্নত প্রযুক্তির গন পরিবহন ছেড়ে গ্রহণ করতে হচ্ছে আদি বাহনকে। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় সাধারন মানুষের পক্ষে আর যন্ত্র চালিত মোটরবাইক চালানো সম্ভব হচ্ছেনা। অত্যন্ত কায়িক পরিশ্রম হলেও মানুষ আবার ব্যবহার শুরু করেছেন সাইকেলের। ক্রেতাদের ভিড় বাড়ছে রায়গঞ্জের সাইকেল বিক্রেতাদের দোকানে।


সাইকেল ক্রেতা থেকে সাধারন মানুষ সবাই জানাচ্ছেন এত দাম দিয়ে পেট্রোল কিনে বাইক চালানো আর সম্ভব নয়। তাই নিজেদের মোটরবাইক ঘরে তুলে রেখে কম খরচে বেশি পরিশ্রম হলেও সাইকেলই কিনতে হচ্ছে তাদের। সাইকেল বিক্রেতারাও জানিয়েছেন যেদিন থেকে পেট্রোলের দাম প্রতি লিটারে সেঞ্চুরি পার করার পরই সাধারন মানুষের সাইকেল কেনার আগ্রহ বেড়েছে। আগের চাইতে তাঁদের সাইকেল বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। বলাইবাহুল্য পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সাধারন মানুষকে অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি জীবনযাত্রার অভ্যাস বদলে দিয়েছে। মানুষের জীবনকে করে তুলেছে কষ্টসাধ্য।