রামনবমী: তৃণমূল-বিজেপিকে একসঙ্গে নিশানা সূর্যকান্ত মিশ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2017 07:53 PM (IST)
কলকাতা: রামকে হাতিয়ার করছে বিজেপি। তৃণমূল হাতিয়ার করছে হনুমানকে। বামেদের সভায় অনুমতি দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা হলেও, গেরুয়া শিবিরের কর্মসূচিতে ঢালাও ছাড়পত্র দেওয়া হচ্ছে। তৃণমূল-বিজেপিকে একসঙ্গে নিশানা সূর্যকান্ত মিশ্রর। খড়গপুরে এক অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তৃণমূলের পুরপ্রধানের পাশাপাশি বসার ছবির কথা উল্লেখ করেও খোঁচা দেওয়া হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সিপিএম-বিজেপি আঁতাত হয়েছে। পাল্টা সিপিএম দাবি করছে, বিজেপির সঙ্গে বন্ধুত্ব রয়েছে তৃণমূলেরই। যদিও, বিজেপির রাজ্য সভাপতি তথা স্থানীয় বিধায়কের সঙ্গে একমঞ্চে থাকার মধ্যে কোনও আপত্তি দেখছেন না তৃণমূলের পুরপ্রধান। বীরভূমের নলহাটিতে রামনবমী উপলক্ষ্যে আবার এক মিছিলে পাশাপাশি হেঁটেছে বিজেপি ও তৃণমূল নেতা। একজন তৃণমূলের নলহাটির শহর সভাপতি রাকেশ সিংহ, অপরজন বিজেপির নলহাটির ব্লক সভাপতি অনিল সিংহ। গেরুয়া শিবির যখন ধূমধাম করে অস্ত্রের মিছিল সহকারে রামনবমী পালন করেছে, তখন তৃণমূলের মিছিল থেকেও বুধবার শোনা গিয়েছে জয় শ্রীরাম। এই নিয়েও আবার আক্রমণ শানিয়েছে বামেরা। সব মিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।