বজবজ: তোলাবাজিকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বজবজে তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব। রণক্ষেত্র ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্ট চত্বর। লরিচালকদের মাথায় বন্দুক ঠেকিয়ে তোলাবাজি, শূন্যে গুলি ছোড়ার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। প্ল্যান্টে ঢুকে লরি ভাঙচুর। ঘটনায় গ্রেফতার এক তৃণমূলকর্মী। পাল্টা আইএনটিটিইউসি কার্যালয় ভাঙচুরের অভিযোগ লরিচালকদের বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগ অস্বীকার তৃণমূল ব্লক সভাপতির।


৯ এপ্রিল বজবজের বুইতা এলাকায় কালীপুজো উপলক্ষে জলসার আয়োজন করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা, বজবজ ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সীমন্ত বৈদ্য। অভিযোগ, জলসার জন্য ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিশ্বনাথ বাগের অনুগামী লরিচালক ও খালাসিদের কাছে মোটা টাকা দাবি করে ব্লক সভাপতির অনুগামীরা। আজ সকালে প্ল্যান্টের মধ্যে ঢুকে লরিচালকদের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র-সহ একজনকে ধরে ফেলেন লরিচালকরা। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।