হাওড়া:  রাজ্যের জায়গায় জায়গায় রাস্তায় খুচরো পয়সা বিছিয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ অনেকে না কি খুচরো নিতে চাইছে না! কিন্তু, চোরেরা এই বিভ্রান্তিমূলক প্রচারে গা দিচ্ছে না! কারণ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে ঢুকে টাকার পাশাপাশি বহু কয়েন নিয়েও চম্পট দিল সিঁধেলরা! আর এই ব্যাঙ্ক কোনও সাধারণ জায়গায় নয়, একদম হাওড়া স্টেশন চত্বরে! জিআরপি অফিস থেকে মাত্র ২৫ ফুট দূরে! আর এরকম কড়া নিরাপত্তার বলয়ের মধ্যেই ব্যাঙ্কের ক্যাশবাক্স ফাঁকা করে পালাল দুষ্কৃতীরা। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ অফিসে ঢোকেন ব্রাঞ্চ ম্যানেজার তরুণকুমার ঘোষ। তাঁর বক্তব্য, ঢুকেই দেখেন ব্যাঙ্কের ভিতরে আলো-পাখা জ্বলছে। সন্দেহ হওয়ায় নিজের বসার ঘরে ঢুকে দেখেন, পেছনের দিকের জানলা ভাঙা কাউন্টারের ক্যাশবাক্সে রাখা লক্ষাধিক টাকা ও কয়েন কিছুই নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, চোরেরা যে যথেষ্ট পটু ছিল, তার প্রমাণ হল, ব্যাঙ্কে ঢুকেই সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। ব্যাঙ্কের অ্যালার্ম সিস্টেমের তারও কেটে দেয়। ব্যাঙ্ক সূত্রে খবর, স্ট্রং রুমের দেওয়ালে গর্ত করে ভল্ট খোলার চেষ্টাও করেছিল চোরেরা কিন্তু, পারেনি। খবর পেয়েই হাওড়া জিআরপির কর্তারা, ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয়েছে তদন্ত।কিন্তু, প্রশ্ন হল হাওড়া স্টেশন, যেখানে নিরাপত্তার এত কড়াকড়ি সেখানে পুলিশের নাকের ডগায় এসবিআই ব্রাঞ্চে ঢুকে চুরি করে দুষ্কৃতীরা পালাল কী করে?