মাত্র পাঁচ কিমি দূরে কুয়ামুড়ির জঙ্গলে পায়ের ছাপ, এবার মেদিনীপুর শহরে বাঘের আতঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2018 12:01 PM (IST)
মেদিনীপুর: লালগড়, ধেড়ুয়া, সিজুয়া, সারেঙ্গার পর এবার মেদিনীপুর শহরে বাঘের আতঙ্ক। গতকাল রাতে মেদিনীপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে কুয়ামুড়ির জঙ্গলের কাছে মেলে বাঘের পায়ের ছাপ। রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আওয়াজ পেয়ে সন্দেহ হয় এক গ্রামবাসীর। আলো জ্বেলে দেখা যায়, বাঘের পায়ের ছাপ। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। ধেড়ুয়ার কাছে ভাউদি এলাকায় বক্সিবাঁধের জঙ্গলে বন দফতরের পাতা খাঁচার কাছেই মিলেছে টাটকা বাঘের পায়ের ছাপ।