নবদ্বীপে ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার আশ্রমেরই কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2017 04:52 PM (IST)
নবদ্বীপ: রানাঘাটের পর এবার নবদ্বীপ। ফের আশ্রমের মধ্যেই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা বছর পঁচাত্তরের এক বৃদ্ধার দাবি, গত ২১ তারিখ পোড়াঘাটের একটি আশ্রমে তাঁকে ধর্ষণ গোপাল মহারাজ নামে সেখানকারই এক কর্মী। অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পেয়ে শুক্রবার রাতে আশ্রমের ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ।