দক্ষিণ ২৪ পরগনা/উত্তর ২৪ পরগনা: পেনশন তুলতে গিয়ে প্রাণটাই গেল। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে, দুই ২৪ পরগনায় দুই বৃদ্ধের মৃত্যু। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। বিঁধলেন মোদী সরকারকে।
জীবনভর একটু একটু করে জমিয়ে পেনশন। অবসর জীবনে যা সবচেয়ে বড় ভরসা। সেই পেনশন তুলতে গিয়েই থেমে গেল জীবন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও হাতে এল না টাকা। জীবনের হাত ধরল মৃত্যু।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বদেব নস্কর, শুক্রবার সকাল সকাল স্থানীয় রাষ্ট্রায়াত্ত একটি ব্যাঙ্কের শাখায় গিয়ে লাইন দেন। যথারীতি লম্বা লাইন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানানো হয়।
উত্তর ২৪ পরগনার মছলন্দপুরেও একই মর্মান্তিক ছবি। বছর ৭৯’র রবীন মুখোপাধ্যায় স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ লাইন দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সে করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে।
পেনশন তুলতে গিয়ে লাইনে অসুস্থ হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মোদী সরকারের দিকে ছুড়ে দিয়েছেন কটাক্ষ। ট্যুইটারে লিখেছেন, এখনও পর্যন্ত ৮২ জন মারা গিয়েছেন। মোদীবাবুর জন্য আর ক’জনকে প্রাণ দিতে হবে?
এমন চরম পরিণতি না হলেও, পেনশন তুলতে, ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন হাওড়ার ঘুসুড়ির বাসিন্দা রামকুমার পাখিরাও।
নোট বাতিলের ধাক্কায় এখন বেশ টেনশনে পেনশনভোগীরা। অনেকে ব্যাঙ্ক থেকে টাকা পেয়েছেন। কিন্তু, বেশরভাগটাই ২ হাজারের নোট। সে সব কী ভাবে ভাঙাবেন তা নিয়ে ঘোর দুশ্চিন্তা। তাই সকাল থেকেই এটিএমে-এটিএমে। যদি পাঁচশো-একশো মেলে। মাসের এক তারিখ যা, দুয়েও তা। একে, টাকা তুলতে নাভিশ্বাস। দুয়ে টাকা না পেয়ে দীর্ঘশ্বাস...কবে পাল্টাবে ছবিটা?