কাটোয়া: বাড়িতে অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা। মাঝগঙ্গায় ঝাঁপ প্রৌঢ়ার। মাঝিদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা। শনিবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের কাটোয়ায়।

পুলিশ সূত্রে খবর, আত্মহত্যার চেষ্টা করা প্রৌঢ়ার নাম কল্পনা ঘোষ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। এদিন সকালে নবদ্বীপ থেকে ট্রেনে করে তিনি কাটোয়ায় আসেন। এরপর ফেরিঘাট থেকে নদিয়ার বল্লভপাড়াগামী নৌকায় চাপেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, নৌকা যখন মাঝগঙ্গায়, কেউ কিছু বুঝে ওঠার আগেই নদীতে ঝাঁপ দেন ওই প্রৌঢ়া। একটুও দেরি না করে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন এক মাঝি। এর ফলেই রক্ষা পান প্রৌঢ়া।

প্রাথমিক চিকিৎসার পর ওই প্রৌঢ়াকে নিয়ে যাওয়া হয় কাটোয়া থানায়। তিনি কেন আত্মহত্যার চেষ্টা করলেন, তা জানতে চায় পুলিশ। প্রৌঢ়াকে বাড়ি ফেরাতে, তাঁর পরিবারের সঙ্গে কথা বলছে কাটোয়া থানার পুলিশ।