নদিয়া: নকল আদালত খুলে প্রতারণার অভিযোগ! কৃষ্ণনগর শহর থেকে শ্যামল দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। ধৃতকে দশ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ কৃষ্ণনগর আদালতের। যে আদালতে মানুষ বিচার পেতে যায়, সেই আদালতকে হাতিয়ার করেই প্রতারণার অভিযোগ! কৃষ্ণনগর থেকে গ্রেফতার এক অভিযোগ, কৃষ্ণনগরের বৌবাজার এলাকায় আয়ুবিজ্ঞান আদালত নামে এক আদালত খুলে বসেন শ্যামল দত্ত নামে এক ব্যক্তি। লালবাতি লাগানো গাড়িও ব্যবহার করতেন বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয় সূত্রে অভিযোগ, নিজেকে আয়ুবিজ্ঞান আদালতের প্রধান বিচারপতি বলে দাবি করতেন শ্যামল দত্ত। বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকাও তুলতেন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কৃষ্ণনগর থেকে শ্যামল দত্তকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা। যদি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ধৃত শ্যামল দত্ত। তাঁকে দশ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর আদালত।