পূর্ব বর্ধমান: হেলমেট পরে বাইক চালালে এক কেজি পেঁয়াজ উপহার। ট্রাফিক সচেতনতায় অভিনব পন্থা নিয়েছে পূর্ব বর্ধমানের পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি। ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ বাইক চালকদের। আরোহীরা বলছেন, পেঁয়াজ পেয়ে তাঁরা খুশি। পল্লী মঙ্গল সমিতি যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে সাধুবাদও জানিয়েছেন তাঁরা। অন্য একজনের বক্তব্য, বর্তমানে পেঁয়াজের প্রচুর দাম। এই পরিস্থিতিতে হেলমেট পরলেই যদি এক কেজি পেঁয়াজ পাওয়া যায়, তার থেকে খুশির কী-ই বা হতে পারে। একই সঙ্গে ট্রাফিক সচেতনতা নিয়ে ক্লাবের উদ্যোগ নিয়ে আরোহীদের বক্তব্য, হেলমেট আত্মরক্ষার বিষয়। পেঁয়াজের থেকেও প্রাণ বাঁচানো অত্যধিক গুরুত্বপূর্ণ।


প্রসঙ্গত, গোটা দেশ জুড়েই পেঁয়াজ অগ্নিমূল্য। কোথায় দেড়শো, তো কোথাও দুশো টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। যার ফলে অনেকেরই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এই 'গোলাপি শস্য'। সঙ্কট মোকাবিলায় বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে কেন্দ্র।


দাম কমাতে আফগানিস্তান থেকে আমদানি হচ্ছে পেঁয়াজ। পাকিস্তান হয়ে ভারতে আসবে আফগানিস্তানের পেঁয়াজ। ওয়াঘা সীমান্তে ইতিমধ্যেই ৮৫ ট্রাক পেঁয়াজ এসে পৌঁছেছে। আসবে আরও ২০০ ট্রাক। আফগানিস্তানের পেঁয়াজ বাজারে আসলে প্রতি কেজিতে অন্তত ১৫ থেকে ২০ টাকা করে দাম কমতে পারে বলে আশ্বাস ওয়াকিবহাল মহলের।