কলকাতা: ফের বাস ভাড়া বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল একাধিক বাস সংগঠন। চিঠিতে বাসের ন্যূনতম ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি, কোভিড পরিস্থিতিতে সরকারের দেওয়া কর ছাড়ের মেয়াদ বাড়ানো ছাড়াও ১০ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে একাধিক বাস সংগঠন।


করোনার বেলাগাম সংক্রমণ রুখতে বুধবারই গণপরিবহণ চলাচলের ওপর বিধিনিষেধ জারি হয়েছে। ৫০ শতাংশ বাস রাস্তায় নামবে বলেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে করোনা পরিস্থিতিতে ফের বাসের যাত্রী কমতে শুরু করছে বলেও দাবি করেছেন তাঁরা।


এ দিন 'অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি' এবং 'সিটি সাবার্বান বাস সার্ভিস' রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে। 'বাস, মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’ও আগামী রবিবারের মধ্যে রাজ্য সরকারকে চিঠি দেবে বলে সূত্রের খবর। এ দিন 'অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি' এবং সিটি সাবার্বান বাস সার্ভিস' মুখ্যমন্ত্রীকে লেখা তাদের চিঠিতে ডিজেলের মূল্যবৃদ্ধির কথাও উল্লেখ করেছে। সঙ্গে ১০ দফা দাবির কথাও তুলে ধরেছে।


গতবছর লকডাউনের সময়েও বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে মমতাকে চিঠি লেখেন মালিক সংগঠনগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তুকির কথা জানালেন তাঁরা ভর্তুকি নাকজ করে সাফ ভাড়া বৃদ্ধির কথাই জানান। 


উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই রাজ্যে বন্ধ সমস্ত লোকাল ট্রেন। যার ফলে বাস পরিবহণের উপর ভরসা রাখছেন নিত্যযাত্রীরা। কিন্তু বাসের সংখ্যা কম হওয়ায় সেখানেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। যার ফলে বাস ধরতে রীতিমতো হুড়োহুড়ি পরে যাচ্ছে। বাসস্ট্যান্ডে লম্বা লাইন। ভিড়ে ঠাসা বাস। করোনা আবহে উধাও দূরত্ব বিধি। সবমিলিয়ে আশঙ্কা বাড়ছেই।


জানা গিয়েছে, বাস, মিনিবাসের কর্মী ছাড়াও ট্যাক্সি, অ্যাপ-ক্যাব এবং অটোর চালকদেরও টিকাকরণের অধীনে আনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন অগ্রাধিকারের কথাও। সেই মতো ইতিমধ্যেই শুরু হয়েছে নাম নথিভুক্তকরণ। কলকাতা-সহ বিভিন্ন জেলার আঞ্চলিক পরিবহণ কার্যালয় থেকে কর্মীদের নাম নথিভুক্তকরণের কাজ শুরু করেছে রাজ্য সরকার।