মেদিনীপুর:  ফের কুসংস্কারের ছায়া। এবার মেডিক্যাল কলেজ চত্বরে দেবীজ্ঞানে রোগীকে পুজো! পরিবার সূত্রে খবর, অবসাদের জেরে ঘুমের ওষুধ খাওয়ায়, ১৫ তারিখ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ডেবরার বাসিন্দা, দশম শ্রেণির ছাত্রীকে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে হঠাৎই ওয়ার্ড থেকে বেরিয়ে যায় ছাত্রী। হাসপাতাল চত্বরে একটি মনসা মন্দিরের সামনে গিয়ে বসে পড়ে সে।


ছাত্রীকে দেখে মেডিক্যাল কলেজ চত্বরে ভিড় জমে যায়। দেবীজ্ঞানে ধুপ-ধুনো দিয়ে পুজো করা হয় ছাত্রীকে!

যদিও বিজ্ঞানমঞ্চের স্পষ্ট বক্তব্য, এসব কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কিন্তু সরকারি মেডিক্যাল কলেজ চত্বরেই কুসংস্কারের ছায়া?

সময়ের চাকা সামনের দিকে ঘোরে। কিন্তু, তার সঙ্গে তাল মিলিয়ে আমরাও কি সামনের দিকে এগোচ্ছি? নাকি পিছন দিকে হাঁটছি? একের পর এক ঘটনায় ফের উঠছে প্রশ্ন গুলো।