উত্তর চব্বিশ পরগনা: সিলিং ফ্যান ভেঙে দুর্ঘটনা। গুরুতর আহত তৃতীয় শ্রেণির ছাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাড়ুলিয়ার সেন্ট অগাস্টিন ডে স্কুলে। আহত ছাত্রীর নাম মনপ্রীত সাউ।
সোমবার সকাল ৯টা নাগাদ ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙে পড়ে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর মাথায়। প্রাথমিক চিকিত্সার পর ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। মাথার ক্ষতস্থানে করতে হয় সেলাই। স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় পুরপ্রধানও।
অভিভাবকদের প্রশ্ন, মোটা টাকা দিয়ে যেখানে ছাত্রদের ভর্তি করতে হয়, সেখানে পরিকাঠামো এত নড়বড়ে কেন? বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত? মুখে কুলুপ স্কুল কর্তৃপক্ষের।
স্কুলের ক্লাসে সিলিং ফ্যান ভেঙে দুর্ঘটনা, গুরুতর আহত তৃতীয় শ্রেণির ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2017 07:22 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -