হাওড়া: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার উলুবেড়িয়া স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ব্যাহত ট্রেন চলাচল। সকাল ১১টা নাগাদ আপ ঘাটশিলা লোকাল উলুবেড়িয়া স্টেশন ছাড়ার সময় ওভারহেড তার ছিঁড়ে যায়। সঙ্গেসঙ্গে ওই লাইনে  বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করে দেন রেলকর্মীরা। ঘটনাস্থলে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়ররা। চলছে মেরামতির কাজ। এর জেরে দক্ষিণ-পূর্ব রেলের মেন শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। অধিকাংশ ট্রেনই দেরিতে চলছে।