হাওড়া: লিলুয়ায় কারখানার মধ্যে মালিকের মাথায় হাতুড়ি মেরে খুন। ঘটনার নেপথ্যে তোলাবাজির অভিযোগ।
হাওড়ার লিলুয়ার গোশালা রোডে একটি কারখানা চালাতেন অশোককুমার সিংহ। তাঁর ছেলের দাবি, এদিন সকাল ৮টা নাগাদ বাবাকে খাবার দিতে লিলুয়ার কারখানায় যান। ঘরে ঢুকে দেখতে পান, পড়ে রয়েছে বাবার রক্তাক্ত দেহ। মাথার পিছন দিকে ঢুকে রয়েছে লোহার হাতুড়ি।
কিন্ত কেন খুন হলেন ব্যবসায়ী? পরিবারের দাবি, মাস খানেক আগে পাশের কারখানার কয়েকজন শ্রমিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অশোককুমার সিংহ। মীমাংসা করার নামে স্থানীয় ক্লাবের কয়েকজন যুবক ৫০ হাজার টাকা দাবি করে। তা দিতে অস্বীকার করেন ব্যবসায়ী। দেখে নেওয়ার হুমকি দেয় ক্লাব-সদস্যরা। উধাও কারখানা মালিকের তিনটি মোবাইল ও বাইক। তাই লুঠপাটের জন্য খুন কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
কিন্তু কারা খুন করল ওই ব্যবসায়ীকে? পুলিশের অনুমান, নেপথ্যে এক বা একাধিক আততায়ী। তারা ওই ব্যবসায়ীর পরিচিত। কারণ, যে ঘরে ব্যবসায়ী থাকতেন, সেখানে পরিচিত ছাড়া কেউ ঢুকতে পারতেন না। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লিলুয়া থানার পুলিশ। ঘটনার জেরে আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা।
লিলুয়ায় কারখানার মধ্যেই খুন মালিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2016 07:33 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -