সৌভিক মজুমদার, কলকাতা: চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্ক অব্যাহত। আর এর মাঝে পিএসি-র প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়। মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়৷ সেই মামলার শুনানি ছিল আজ।


এই মামলার শুনানিতে বিধায়ক অম্বিকা রায়ের আইনজীবী আদালতে বললেন, বিধানসভার বিরোধী দল মনোনীত প্রার্থী পিএসির চেয়ারম্যান হন, এটাই বিধি। বিধি ভেঙে বিরোধী দলে অ-মনোনীতকে চেয়ারম্যান করা হয়েছে। এই চেয়ারম্যান পদের কাজ জনস্বার্থমূলক। এই সিদ্ধান্ত বাতিল করা জনস্বার্থ আদালতের গ্রাহ্য মামলা। আমার মক্কেল একজন বিধায়ক, তিনি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। এটি বিচারবিভাগীয় হস্তক্ষেপের বিষয়।


এর পাল্টা আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বললেন, ‘রাজ্যের আপত্তি আছে। সাংবিধানিক বিধিনিষেধ আছে। সংবিধানের ২১২ ধারা অনুযায়ী বিধানসভা মধ্যবর্তী সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ খাটে না। এরপরই বিচরপতি বলেন, মামলাটি কেন আদালতগ্রাহ্য তা ৪ অগাস্টের মধ্যে রাজ্য সরকারকে জানাবেন মামলাকারী এবং জনস্বার্থ মামলাকারীকে উত্তর দেবে রাজ্য। ১০ অগাস্ট মামলার পরবর্তী শুনানি।


চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্কের মাঝে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিনের দিল্লি সফরে সফরসঙ্গী হয়েছেন বিধানসভার নথিতে 'বিজেপি' বিধায়ক মুকুল রায়। এদিকে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে শুভেন্দুর ফাইলবন্দি অভিযোগ গ্রহণ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় কমিটির বৈঠক হয়। এই বৈঠকে যোগ দেননি বিজেপি বিধায়করা। মুকুল রায়কে চেয়ারম্যান করার বিরোধিতা করে পিএসি-র বৈঠকে যোগ দেবে না বলে আগেই জানিয়েছিল তারা।


এর পাশাপাশি, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে দেওয়া পিটিশনের আজ দ্বিতীয় দফার শুনানি ছিল। শুনানি শেষে শুভেন্দু অধিকারী বলেন, "গত ১০ বছরে এখানে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। অধ্যক্ষের প্রতি আমরা আস্থাশীল। এর আগে ২৩ বার শুনানির পরেও নিষ্পত্তি হয়নি।" ১৭ তারিখ পরবর্তী শুনানি হবে।